রক্তমাখা জামা! ভয়াবহ দুর্ঘটনার কবলে গোবিন্দার কাছের মানুষ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিদেশ ভয়াবহ দুর্ঘটনার কবলে কাশ্মিরা শা। সোশ্যাল মিডিয়ায় রক্তমাখা জামার ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যা দেখলে শিউরে উঠবেন। ভোটের প্রচারে অসুস্থ হয়ে তড়িঘড়ি মুম্বই ফিরে এসেছেন গোবিন্দা। তার কিছুদিন আগেই নিজের পিস্তল থেকেই ভুলবশত পায়ে গুলি লেগে দশটি সেলাই পড়েছে। ফের বলিউডে খারাপ খবর। মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন গোবিন্দার ভগ্না বউ। এই মুহূর্তে লস এঞ্জলসে রয়েছেন কাশ্মিরা শা। সেখানেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন কৃষ্ণা অভিষেকের স্ত্রী কশ্মিরা শা। সোশ্যাল মিডিয়ায় রক্তমাখা পোশাকের ছবি পোস্ট করে খারাপ খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। যে ছবি দেখলে গা শিউরে উঠবে। স্ত্রীর পোস্ট করা ছবির কমেন্ট বক্সে দুঃখপ্রকাশ করে কৃষ্ণা লিখেছেন, ‘ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে তুমি ঠিক আছ’। এছাড়াও কাছের মানুষজন, পরিবার পরিজন ও সোশ্যাল মিডিয়ার সদস্যরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

কী ভাবে এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে বিশদে কিছু জানাননি। তবে রক্তাত জামাকাপড়ের ছবি পোস্ট করে ভগবানকে ধন্যবাদ জানিয়ে কাশ্মিরা লেখেন, ‘আমাকে বাঁচানোর জন্য ভগবানের কাছে আমি কৃতজ্ঞ। সত্যিই কী মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল। আরও অনেক বড় বিপদ ঘটতে পারত। অল্পের উপর দিয়ে বিপদ কাটাল। আশা করি আর ভয়ের কিছু নেই। জীবনের প্রতিটি মুহূর্তই খুব দামি। আমার পরিবারকে খুব মিস করছি।’

error: Content is protected !!