📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়ি এলাকায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার ২২ বছরের তরুণের ঝুলন্ত দেহ। পিটিয়ে মারার অভিযোগ উঠল লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে। দেহ উদ্ধারের পর গতকাল সন্ধেয় রণক্ষেত্রের চেহারা নেয় শাসনের খড়িবাড়ি মোড় এলাকা। পথ অবরোধ তুলতে গেলে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীদের একাংশ শাসন থানার সামনে বিক্ষোভ দেখানোয় পুলিশ লাঠিচার্জ করে। পাল্টা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ৫-৬ জন পুলিশ কর্মী জখম হন। শাসন থানার IC-কে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে শাসন থানার পুলিশ। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। মৃতের পরিবারও খুনের অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে গ্রেফতার মৃত তরুণের লিভ-ইন সঙ্গী।