📝শুভদীপ রায় চৌধুরী , Todays Story: লাগাতার আন্দোলন, মিছিল, প্রতিবাদের পরও এখনও বিচার পাননি তিলোত্তমা। দেখতে দেখতে একশো দিন পার হয়ে গেল, এখনও আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার কোন সঠিক বিচার হল না। তাই বিচারের দাবিতে জারি রইল নাগরিক সমাজ এবং চিকিৎসক সংগঠনের আন্দোলন। এ বিষয়ে আশাবাদী নির্যাতিতার পরিবারও।
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিলোত্তমার বাবা বলেন, “মিলবে, বিচার মিলবে, কারও হতাশ হওয়ার কিছু নেই ৷ আমাদের আন্দোলনটা ঠিক করে চালিয়ে যেতে হবে ৷” ঘটনার একশো দিন পূর্ণ হওয়ায় এদিন বিচার চেয়ে ফের পথে নামে চিকিৎসকদের একটি সংগঠন। নির্যাতিতার জন্য মশাল মিছিল এবং সাইকেল র্যালিও হয় । আর তাতেই সামিল হন আরজি করে নির্যাতিতার বাবা-মা। নাটাগড় থেকে শ্যামবাজার পর্যন্ত সুদীর্ঘ এই মিছিল স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল।
উল্লেখ্য, এদিনের কর্মসূচি শুরুর আগে চিকিৎসক সংগঠনের এক প্রতিনিধি দল নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে যায়। সেখানে তাঁর বাবা-মাকে এই কর্মসূচিতে সামিল হওয়ার অনুরোধ করলে তাঁরাও সাড়া দেন। হুডখোলা জিপে উঠে কিছুক্ষণের জন্য এই মিছিলে সামিল হন আরজি করের নিহত চিকিৎসকের বাবা-মা ৷
বলাবাহুল্য, একশো দিন পেরিয়ে গিয়েও আরজি কর কাণ্ডে বিচার না পেয়ে আদালত কিংবা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই- কাউকেই দোষারোপ করেননি বাবা-মা। এ প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন, “বিচার ঠিক মিলবে ৷ কারও হতাশ হওয়ার কিছু নেই ৷ আন্দোলন ঠিকমতো চালিয়ে যেতে হবে ৷ আমাদের বিশ্বাস আছে, বিচার একদিন মিলবেই ৷ আর বিচার না মিললে ছিনিয়ে আনব৷” এই কর্মসূচিতে পুলিস অনুমতি দেয়নি। এনিয়ে নিহত চিকিৎসকের বাবা বলেন, “এটা পুলিস প্রশাসনের ব্যাপার। এ বিষয়ে আমরা কিছু বলতে পারি না ৷ এরা প্রথম থেকেই বাধা দিচ্ছে৷ পরে সেই অনুমোদন দিচ্ছে। বুঝতে পারছি না।”
“বিচার না মিললে ছিনিয়ে আনব”, বিচারের আশায় নির্যাতিতার বাবা-মা
