জমি বিবাদের জের ? সুশান্ত ঘোষকে গুলি !

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় পুলিশের হাতে গ্রেফতার, ঘটনার মূল মাথা মহম্মদ গুলজার৷ কী কারণে সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ? পুলিশের ভ্যানে ওঠার আগে নিজে মুখেই সব টা স্বীকার করল গুলজার।

শনিবার পূর্ব বর্ধমানের গলসি থেকে গুলজারকে আটক করে কলকাতায় নিয়ে আসে পুলিশ৷ পুলিশের গাড়িতে ওঠার সময় সংবাদমাধ্যমকে অভিযুক্ত গুলজার জানায় গুলি করার আসল কারণ। সে বলে, “সুশান্ত ঘোষ গুন্ডা হ্যায়,আমার ২ হাজার স্কোয়ার ফিট জায়গা দখল করেছে, তাই মেরেছি ৷ ওই দু’হাজার স্কোয়ার ফিট জায়গা দখল করে নিয়েছিল হায়দার আলি ৷ সে সুশান্ত ঘোষের গুন্ডা ৷ সেই কারণেই তাকে গুলি করেছি