“নরেন্দ্র মোদী প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতির মতো ভুলে যাওয়ার সমস্যার পড়েছেন।” প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুল গান্ধীর

📝শুভদীপ রায় চৌধুরী , Todays Story: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই জো বাইডেনের নানান কীর্তি প্রশ্ন তুলে দিয়েছিল তাঁর সুস্থতা নিয়ে। বিরোধী শিবির দাবি করে যে, রীতিমত স্মৃতিভ্রম হয়েছে বাইডেনের। এবার মহারাষ্ট্র নির্বাচনের প্রাক্কালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ওই একই অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর কটাক্ষ যে, জো বাইডেনের মতো স্মৃতিভ্রম হয়েছে নরেন্দ্র মোদীর।
প্রসঙ্গত, শনিবার মহারাষ্ট্রের অমরাবতীতে নির্বাচনী প্রচারে যান রাহুল। আর সেই নির্বাচনী জনসভায় সোনিয়া পুত্র বলেন, “আমার বোন (প্রিয়াঙ্কা গান্ধী) আমায় বলল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সব বিষয় নিয়ে সরব হচ্ছে যা নিয়ে আমি সরব হচ্ছি। আমি ওনাকে লোকসভাতে জানিয়েছিলাম যে, জাতগণনার করা হোক দেশে এবং সংরক্ষণে নির্ধারিত ৫০ শতাংশ সীমা তুলে নেওয়া হোক। এখন উনি নির্বাচনী প্রচারে গিয়ে বলছেন আমি নাকি সংরক্ষণের বিরুদ্ধে! আসলে উনি প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতির মতো ভুলে যাওয়ার সমস্যার পড়েছেন।”
একইসঙ্গে রাহুল গান্ধীর আরও সংযোজন, “গত এক বছর ধরে বলে আসছি যে, বিজেপি সংবিধানকে ক্রমাগত আক্রমণ করছে। কিন্তু, প্রধানমন্ত্রী মোদী বলছেন যে কংগ্রেস সংবিধানকে আক্রমণ করছে। প্রধানমন্ত্রী হয়ত কোনও দিন বলবেন, আমি জাতগণনার বিরুদ্ধে।”

error: Content is protected !!