আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্যে মাতলেন রচনা


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকী। বিরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে ধুমধাম করে অনুষ্ঠান য় পোলবা দাদপুর ব্লকের কৃষি খামার প্রাঙ্গনে। অনুষ্ঠানে উপস্থিত হন রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন আদিবাসী মহিলাদের সঙ্গে হাতে হাত ধরে, বাজনার তালে নৃত্যে মেতে ওঠেন হুগলির সাংসদ।এইদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ মিতালী বাগ, বিধায়ক অসীমা পাত্র, জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, গ্ৰমীন পুলিশ সুপার কামনাষিস সেন সহ জেলার অন্যান্য আধিকারিকরা। 

error: Content is protected !!