এশিয়ায় সেরা ২৫০-র মধ্যে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়!

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এশিয়ার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় জায়গা পেল কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, গতবারের থেকে দুই বিশ্ববিদ্যালয়েরই উত্থান হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় উঠেছে আটটি ধাপ। আর যাদবপুর একলপ্তে ১৭ ধাপ উঠে এসেছে। বিশ্বব্যাপী ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং’ (QS World University Ranking) অনুযায়ী, এশিয়ার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ৬০ নম্বরে আছে আইআইটি খড়্গপুর। সার্বিক স্কোর হল ৬৮.৮। কলকাতা বিশ্ববিদ্যালয় আছে ১৭৯ নম্বরে। সার্বিক স্কোর হল ৪২.৪। আর ২১১ নম্বরে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয় আছে। সার্বিক স্কোর হল ৩৭.১।
ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা
১) আইআইটি দিল্লি (এশিয়ায় র‍্যাঙ্কিং ৪৪)।

২) আইআইটি বম্বে (এশিয়ায় র‍্যাঙ্কিং ৪৮)।

৩) আইআইটি মাদ্রাজ (এশিয়ায় র‍্যাঙ্কিং ৫৬)।

৪) আইআইটি খড়্গপুর (এশিয়ায় র‍্যাঙ্কিং ৬০)।

৫) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু (এশিয়ায় র‍্যাঙ্কিং ৬২)।

৬) আইআইটি কানপুর (এশিয়ায় র‍্যাঙ্কিং ৬৭)।

৭) দিল্লি বিশ্ববিদ্যালয় (এশিয়ায় র‍্যাঙ্কিং ৮১)।

৮) আইআইটি গুয়াহাটি (এশিয়ায় র‍্যাঙ্কিং ১০৪)।

৯) আইআইটি রুরকি (এশিয়ায় র‍্যাঙ্কিং ১০৮)।

১০) জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (এশিয়ায় র‍্যাঙ্কিং ১১০)

১১) চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় (এশিয়ায় র‍্যাঙ্কিং ১২০)।

১২) UPES (এশিয়ায় র‍্যাঙ্কিং ১৪৮)।

১৩) ভেল্লোর ইনস্টিটিউট অফ টেকনোলজি (এশিয়ায় র‍্যাঙ্কিং ১৫০)।

১৪) শুলিনি ইউভার্সিটি অফ বায়োটেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সেস (এশিয়ায় র‍্যাঙ্কিং ১৬৮)।

১৫) বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স, পিলানি (এশিয়ায় র‍্যাঙ্কিং ১৭১)।

১৬) সাবিত্রীবাই ফুলে পুণে ইউনিভার্সিটি (এশিয়ায় র‍্যাঙ্কিং ১৭৩)।

১৭) আন্না বিশ্ববিদ্যালয় (এশিয়ায় র‍্যাঙ্কিং ১৭৭)।

১৮) কলকাতা বিশ্ববিদ্যালয় (এশিয়ায় র‍্যাঙ্কিং ১৭৯)।

১৯) অ্যামিটি ইউনিভার্সিটি (এশিয়ায় র‍্যাঙ্কিং ১৮৩)।

২০) জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় (এশিয়ায় র‍্যাঙ্কিং ১৮৮)।

২১) মণিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, কর্ণাটক (এশিয়ায় র‍্যাঙ্কিং ১৯৭)।

২২) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (এশিয়ায় র‍্যাঙ্কিং ২০৩)।

২৩) যাদবপুর বিশ্ববিদ্যালয় (এশিয়ায় র‍্যাঙ্কিং ২১১)।
পশ্চিমবঙ্গের কোন বিশ্ববিদ্যালয় কত নম্বরে আছে?
১) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (এশিয়ায় র‍্যাঙ্কিং ৪৫১-৪৬০)।

২) মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ (এশিয়ায় র‍্যাঙ্কিং ৫২১-৫৪০)।

৩) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর (এশিয়ায় র‍্যাঙ্কিং ৫৪১-৫৫০)।

৪) বর্ধমান বিশ্ববিদ্যালয় (এশিয়ায় র‍্যাঙ্কিং ৬২১-৬৪০)।

৫) কল্যাণী বিশ্ববিদ্যালয় (এশিয়ায় র‍্যাঙ্কিং ৮০১-৮৫০)।

৬) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (এশিয়ায় র‍্যাঙ্কিং ৮০১-৮৫০)।
৭) উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (এশিয়ায় র‍্যাঙ্কিং ৮৫১-৯০০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *