রবিবার আরজি কর কাণ্ডের ১০০ দিন, অভয়া মঞ্চের একাধিক কর্মসূচি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৮ আগস্ট রাতে আরজি কর হাসপাতালে নৃশংস ঘটনা ঘটেছিল। তরুণী চিকিৎসক ধর্ষিতা ও খুন হয়েছিলেন। তারপর পেরিয়ে গিয়েছে তিন মাস। সামনের রবিবার ১০০ দিন ওই ঘটনার৷ বিচারের দাবিতে এখনও সরব অভয়ার পরিবার ও সাধারণ মানুষ। এক গুচ্ছ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ওই দিন।অভয়া মঞ্চের তরফ থেকে একাধিক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রতিবাদ কর্মসূচি ফের বিভিন্ন অংশে। মশাল হাতে সেদিন সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল হবে৷ সাইকেল মিছিলের ডাক দেওয়া হয়েছে।
১০০ দিন হবে ওই নারকীয় ঘটনার। সেই কারণে, ১০০ জায়গায় রবিবার নীরবতা পালন কর্মসূচিও করা হবে। ১০০ মিনিটের জন্য এই নীরবতা পালন হবে বলে জানা গিয়েছে৷ এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে ওই দিনকে সামনে রেখে।অভয়ার মায়ের হাত থেকে দ্রোহের মশাল নেওয়া হবে৷ একশো জন সাইকেল আরোহী শ্যামবাজার পর্যন্ত যাবেন সোদপুর থেকে৷ সেই মশাল তারপর বিভিন্ন জেলায় পৌঁছে যাবে। অভয়া মঞ্চের তরফ থেকে আরও কর্মসূচি পরিকল্পনার কথা বলা হয়েছে৷ রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের খবর এসেছে। রাজ্যের বিভিন্ন জেলায় এই অভয়া মঞ্চ তৈরির কথাও ভাবা হচ্ছে।জনতার চার্জশিট তৈরি করা শোনা গিয়েছে৷ সাধারণ মানুষের তৈরি করা চার্জশিট পৌঁছে দেওয়া হবে রাজ্যের সাংসদ ও বিধায়কদের কাছে৷ শনিবার এই চার্জশিট সকলকে পাঠানো হবে। এই কথা শোনা গিয়েছে। কেবল রবিবার এই কর্মসূচি হবে। এমনটা নয়। আগামী দিনে আরও একাধিক প্রতিবাদ কর্মসূচির কথা বলা হচ্ছে। সেই সব কর্মসূচি জানানো হবে। এই কথা অভয়া মঞ্চের তরফ থেকে বলা হচ্ছে।

জুনিয়র চিকিৎসকদের তরফ থেকেও কর্মসূচি থাকবে। এমন কথা শোনা যাচ্ছে। এছাড়াও মেডিক্যাল সার্ভিস সেন্টারের তরফ থেকে একটি গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার মৌলালি যুবকেন্দ্রে এই কনভেনশন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This will close in 0 seconds