যত কাণ্ড আর জি করে? এবার ভেঙে পড়ল অপারেশন থিয়েটারের ছাদ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আরজি কর মেডিক্যালে এবার ভেঙে পড়ল ওটির ছাদ। বৃহস্পতিবার সার্জারি বিল্ডিংয়ের ৩ নম্বর ওটির ফলস সিলিং ভেঙে পড়ে। তখন ওটিতে কেউ না থাকায় অঘটন ঘটেনি। চিকিৎসকদের দাবি, ওই ওটির দুরবস্থা নিয়ে আগেই কর্তৃপক্ষকে জানিয়েছিলেন তাঁরা।হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার ওটিতে ঢুকে হাসপাতালের কর্মীরা দেখেন বিস্তীর্ণ এলাকার ফলস সিলিং ভেঙে মাটিতে পড়ে রয়েছে। ওটি বন্ধ থাকার সময় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তাঁরা। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানানো হয়। সার্জারি বিল্ডিংয়ের ৩ নম্বর ওটিতে মূলত মাইক্রোসার্জারি হত। সেখানেই এই বিপত্তি।
ওটির ছাদ ভেঙে পড়া নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরকে দায়ী করেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি, তাঁরা আগেই বলেছিলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বাইরে থেকে ঝাঁ চকচকে হলেও ভিতরে তা ফোপরা হয়ে গিয়েছে। তারই একটি নমুনা দেখা গেল এদিন। এব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

error: Content is protected !!