📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আর জি কর মামলার সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনে বেনজির ঘেরাটোপে সঞ্জয় রায়। গতকাল বিনীত গোয়েলের নাম করার পর নজিরবিহীন বেষ্টনীতে সঞ্জয়। ৫ গাড়ির কনভয়ের ঘেরাটোপে সঞ্জয় রায়কে আনা হল শিয়ালদা আদালতে। প্রিজন ভ্যানে নয়, সঞ্জয়কে আনা হল এসটিএফের কালো কালো কাচ ঘেরা গাড়িতে। কনভয়ে রাখা ছিল আরও দুটি ডামি গাড়ি। গ্রিন করিডর করে জেল থেকে শিয়ালদা কোর্টে আনা হল আর জি কর কাণ্ডের মূল অভিযুক্তকে।
আর জি কর মামলার সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনে বেনজির ঘেরাটোপে সঞ্জয় রায়

