📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নিম্নচাপ আছে। আবার আছে একটি ঘূর্ণাবর্ত। আপাতত দুটি ‘সিস্টেম’ আছে সাগরে। আর সেই পরিস্থিতিতে একাধিক জায়গায় ভারী বৃষ্টি হবে।যে ঘূর্ণাবর্ত ছিল, সেটার প্রভাবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর তামিলনাড়ু এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে। অন্যদিকে, আরব সাগরেও একটি ঘূর্ণাবর্ত আছে। সেটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন কেরল উপকূলের উপরে অবস্থান করছে।
সবমিলিয়ে তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল, কেরল, মাহে, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের কার্যত শুষ্ক খটখটে থাকবে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টি হবে না।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গও কার্যত শুষ্ক খটখটে থাকবে। বুধবার উত্তরবঙ্গের দুটি জেলায় বৃষ্টি হবে। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি ছ’টি জেলার (জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে। একেবারেই বৃষ্টি হবে না ওই ছ’টি জেলায়।
সাগরে নিম্নচাপ! দোসর ঘূর্ণাবর্ত! বৃষ্টিকে মাধ্যম করে আসছে শীত?

