মহিলাদের জন্য বড় খবর, ঐতিহাসিক সিদ্ধান্ত মোদী সরকারের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর অধীনে এই প্রথম ‘অল-ওয়েমেন রিজার্ভ ব্যাটেলিয়ন’ (সম্পূর্ণ মহিলাদের জন্য একটি নির্দিষ্ট রিজার্ভ বাহিনী) তৈরি করার প্রস্তাবে অনুমোদন দিল তারা।প্রসঙ্গত, এর আগে কখনও সিআইএসএফ-এর অধীনের এমন কোনও নির্দিষ্ট বাহিনী ছিল না। প্রাথমিকভাবে স্থির করা হয়েছে, এই বাহিনীতে ১,০০০-এর কিছু বেশি সংখ্যক সদস্য থাকবেন।

বর্তমানে বিমানবন্দর-সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বাড়তি বাহিনী মোতায়েনের প্রয়োজন দেখা দিয়েছে। আপাতত স্থির করা হয়েছে, নবগঠিত এই মহিলা বাহিনীকে সেইসব গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নিরাপত্তার কাজে ব্যবহার করা হবে।সংশ্লিষ্ট আধিকারিকদের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এই মর্মে একটি আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেছে। সেই অনুমোদন প্রদানের খবর তাদের অফিসিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছে সিআইএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This will close in 0 seconds