৫০ লাখ টাকা চাই, এবার শাহরুখকে হুমকি ফোন! ছত্তীসগড় থেকে গ্রেফতার আইনজীবী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সলমনের পর এবার হুমকি ফোন পেলেন শাহরুখ খান। বলিউড বাদশাহকে ভয় দেখানোর অপরাধে ইতিমধ্যে একজন আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ।

মুম্বই পুলিশ সূত্রে খবর, ছত্তীসগড়ের রায়পুরের বাসিন্দা মহম্মদ ফয়জান খানকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে ৫৯ বছর বয়সি অভিনেতাকে ফোন করে ৫০ লাখ টাকা দাবি করা হয়েছিল।

যদিও আইনজীবী জানিয়েছেন, তিনি একেবারেই নির্দোষ। গত ২ নভেম্বর ফোন চুরির অভিযোগও তিনি দায়ের করেছিলেন। হুমকি ফোন আসতেই পুলিশ ওই নম্বরের সূত্র ধরেই ফয়জানের নাম জানতে পারেন। এরপরই তাঁকে ডেকে পাঠায় মুম্বই পুলিশ। কিন্তু তিনি উপস্থিত না থাকায় বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

ইতিমধ্যে একাধিক ধারায় আইনজীবীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি এমন ঘটনা ঘটালেন? হুমকি ফোন আদৌ তিনি করেছেন নাকি অন্য কেউ তা খতিয়ে দেখা হচ্ছে।

বলিউডে হুমকি ফোনের আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। প্রতিদিনই প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে সলমন খানকে। এর পিছনে যেমন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে, তেমনই দেশের বিভিন্ন প্রান্ত থেকেই তাঁর কাছে হুমকি ফোন আসছে বলে খবর। যা সামাল দিতে ইতিমধ্যে মুম্বই পুলিশের মাথা খারাপ হওয়ার জোগাড়। ইতিমধ্যে ভাইজানকে হুমকি ফোন করার অপরাধে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হয়নি।

সলমনের পর এবার বলিউডের বাদশাহকে হুমকি ফোনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে মুম্বই পুলিশের। যদিও বর্তমানে শাহরুখ ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। চব্বিশ ঘণ্টা তাঁর পাহারায় থাকেন ৬ জন নিরাপত্তারক্ষী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *