প্রয়াত চিত্রসাংবাদিক সুপ্রিয় নাগ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রয়াত আজকাল–এর চিত্রসাংবাদিক সুপ্রিয় নাগ। বয়স হয়েছিল ৬৬ বছর। অন্যান্য দিনের মতো সোমবারও তিনি পেশাগত কাজে বেরিয়েছিলেন। ছবিও তোলেন। দুপুরে সঙ্গী কয়েকজন চিত্রসাংবাদিক তাঁকে তঁার উত্তর কলকাতার শোভাবাজারের বেনিয়াটোলার বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ওঠার সময় আচমকাই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়ে যান। কিছুক্ষণ পরে তাঁর বাড়ির লোকেরা তাঁকে সিঁড়ির নীচে পড়ে থাকতে দেখেন। দ্রুত চিকিৎসক ডাকেন। চিকিৎসক এসে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তঁার মৃত্যু হয়েছে। স্ত্রী, এক ছেলে ও পুত্রবধূ রয়েছেন প্রয়াত সুপ্রিয়র।
স্কটিশ চার্চ কলেজের প্রাক্তনী সুপ্রিয় নাগ দীর্ঘ দিন আজকাল–এর সঙ্গে যুক্ত ছিলেন। তার আগে বেশ কয়েক বছর তিনি চাকরি করেছেন সি কে বিড়লা গ্রুপের বিড়লা টেকনিক্যাল সার্ভিসেসে। দু’বার বিএফজেএ অ্যাওয়ার্ড পেয়েছেন। চলচ্চিত্র ও সংস্কৃতি–জগতের সঙ্গে তঁার যোগ ছিল নিবিড়। মিষ্টভাষী, সদালাপী সুপ্রিয়র টালিগঞ্জের স্টুডিওপাড়ার শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। কাজ এবং মিশুকে স্বভাবের কারণে অভিনেতা–অভিনেত্রীরা তাঁকে খুব পছন্দ করতেন। তঁার তোলা বিভিন্ন অভিনেতা–অভিনেত্রীর পোর্ট্রেট দারুণ জনপ্রিয় হয়। পেশায় নতুন–আসা সাংবাদিক ও চিত্রসাংবাদিকদেরও তিনি হয়ে উঠেছিলেন বন্ধু। হাসিমুখে তাঁদের শিখিয়ে দিতেন ফোটোগ্রাফির খুঁটিনাটি। সম্প্রতি স্কটিশ চার্চ কলেজে তঁার একটি চিত্রপ্রদর্শনী সাড়া ফেলেছিল। সুপ্রিয় নাগের প্রয়াণে শোকার্ত সাংবাদিক, চিত্রসাংবাদিক মহল। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে প্রেস ক্লাব, কলকাতা। শোকপ্রকাশ করেছেন চলচ্চিত্র এবং সাংস্কৃতিক জগতের অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *