📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগামী কাল অর্থাৎ সোমবার থেকে গঙ্গাবক্ষের মেট্রো পরিষেবায় আসছে বদল। সূত্রের খবর, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পূর্বমুখী মেট্রো পরিষেবা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। তবে হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত পরিষেবা পাবেন যাত্রীরা। যদিও পশ্চিমমুখী পরিষেবা অর্থাৎ এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে বলেই জানিয়েছে মেট্রো রেল।
জানা গিয়েছে, বর্তমানে দুটি আলাদা আলাদা সফ্টওয়্যারের মাধ্যমে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে চলছে মেট্রো। কিন্তু হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করতে গেলে গোটা রুটে একটি সফ্টওয়্যার স্থাপন করতে হবে। সেক্ষেত্রে বর্তমানে যে সফ্টওয়্যার রয়েছে তা বাতিল করে দিতে হবে। কিন্তু এই প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষ। আগামী জানুয়ারিতে বউবাজারের ক্ষতিগ্রস্ত টানেল মেরামতির কাজ শেষ হবে। তারপরই ট্রায়াল রান শুরু হওয়ার কথা। কিন্তু ট্রায়াল রান করতে গেলে তখন দীর্ঘ সময় যাত্রী পরিষেবা বন্ধ রাখতে হবে। তাই প্রথমে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত লাইনে প্রয়োজনীয় যান্ত্রিক কাজ সম্পন্ন করার জন্যই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।