📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মা দুর্গার অপর রূপ হল দেবী জগদ্ধাত্রী। এই পুজো প্রথম পশ্চিমবঙ্গে নদীয়া জেলার কৃষ্ণনগরে শুরু হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে, তারপর এই পুজো ইন্দ্র নারায়ণ চৌধুরীর হাত ধরে শুরু হয় চন্দননগরে, যা আজ জগৎ বিখ্যাত।জগতকে ধরে রাখেন বলে তার নাম হলো দেবী জগদ্ধাত্রী। তিনি ত্রিনয়না, তার হাতে শোভা পায় অস্ত্র। দেবী সিংহবাহিনী। পৌরাণিক কাহিনি অনুসারে মহিষাসুর বধের পর অহংকারী হয়ে উঠেছিল দেবতারা। তারা দেবী দুর্গার ক্ষমতা ভুলে অহংকারী আচরণ করতে শুরু করেছিল। দেবতাদের দর্প চূর্ণ করতে এবং তাদের সঠিক পথে আনতে মা দুর্গা জগদ্ধাত্রী অবতার ধারণ করেন।
জগৎকে ধারণ করেন যিনি তিনিই জগদ্ধাত্রী, দেবীর ধরাধামে অবতীর্ণ হওয়ার নেপথ্যে কাহিনী

