কালনা স্টেশনের পাশে রেল লাইন থেকে উদ্ধার দ্বাদশ শ্রেণির ছাত্রীর রক্তাক্ত দেহ


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘ওরা আমায় বাঁচতে দেবে না’, ফোনে এই কথা বলার কিছুক্ষণের মধ্য়েই কালনা স্টেশনের পাশে রেল লাইন থেকে উদ্ধার দ্বাদশ শ্রেণির ছাত্রীর রক্তাক্ত দেহ। বাড়ি পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রামে। টিউশন পড়ার জন্য় মায়ের সঙ্গে কালনায় এসেছিল ওই ছাত্রী। মায়ের দাবি, ছুটির সময় হঠাৎ মেয়ের ফোন থেকে ফোন আসে তাঁর কাছে। ওরা আমাকে বাঁচতে দেবে না বলেই ফোন কেটে দেয় মেয়ে, দাবি পরিবারের। এরপরই কালনা থানার দ্বারস্থ হয় পরিবার। ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে ছাত্রীর দেহ।