ট্রেনের গতি কম থাকায় বেঁচে গেল সেকেন্দ্রবাদ শালিমার সুপারফাস্টের ২টি যাত্রীবাহী কামরা


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রেল দুর্ঘটনার তদন্তে নতুন তথ্য। ট্রেনের গতি কম থাকায় বেঁচে গেল সেকেন্দ্রবাদ শালিমার সুপারফাস্টের ২টি যাত্রীবাহী কামরা। ইঞ্জিন এক লাইনে, ট্রেনের ৪টি কামরা অন্য লাইনে। নলপুরে ইঞ্জিন, পার্সেল ভ্যান পয়েন্ট পেরোতেই লাইন পরিবর্তন। বেলাইন ডাউন সেকেন্দ্রাবাদ শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। যান্ত্রিক ত্রুটি নাকি কারও গাফিলতি? তদন্তে রেল।