📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তৃণমূলের সংগঠনে বড়সড় রদবদল? আনুগত্য নয়, পারফরম্যান্সই শেষ কথা, বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একগুচ্ছ সুপারিশ করেছেন অভিষেক। দশের বেশি জেলা সভাপতিকে বদলের সুপারিশ যেমন আছে, তেমনই পুরসভা স্তরেও বিস্তর রদবদলের প্রস্তাব দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অনুব্রত মণ্ডল তিহাড় থেকে ফেরার পর, বীরভূমের কোর কমিটির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। অভিষেক ব্যক্তিগতভাবে কোর কমিটির পক্ষে। মমতাকে করা অভিষেকের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল।
তৃণমূলের সংগঠনে বড়সড় রদবদল? আনুগত্য নয়, পারফরম্যান্সই শেষ কথা, বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
