📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৪ নভেম্বর, ২০২৪। গত সোমবার। তারিখটা ভারতীয় রেলের ইতিহাসে একটা ‘স্মরণীয় দিন’ হিসেবে হয়তো বেশ কিছু দিন ধরে থেকে যাবে। তবে শুধু ভারত কেন, পৃথিবীর যতগুলো দেশে ট্রেন চলে, তার কোনওটাই এমন রেকর্ডের ধারেকাছে নেই।
ওই দিন ভারতীয় রেল তার সব ক’টি জ়োন মিলিয়ে ৩ কোটিরও বেশি যাত্রী পরিবহণ করেছে। ভারতীয় রেল জানাচ্ছে, ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর— এই পাঁচ দিনে গোটা দেশে ছটপুজো উপলক্ষে ৯০৯টি স্পেশাল ট্রেন চলেছে।
তারই মধ্যে ৪ নভেম্বর যাত্রী পরিবহণে এমন রেকর্ড রেলের। রেলের আধিকারিকরা জানাচ্ছেন, অস্ট্রেলিয়া (২ কোটি ৬৬ লক্ষ) এবং নিউ জ়িল্যান্ডের (৫২ লক্ষ) মিলিত জনসংখ্যা যত, ৪ নভেম্বর ভারতীয় রেল প্রায় সেই পরিমাণ যাত্রী পরিবহণ করেছে।