📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বৃহস্পতিবার আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়েন বছর ৩৫-এর এই তরুণ অভিনতা। পপুলা রিয়ালিটি শো দাদাগিরি ২-এর পরই লাইমলাইটে চলে আসেন নীতিন। এরপর একাধিক শো-এ কাজ করেছেন। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত সতীর্থ থেকে ভক্তরা।
উৎসবের মরশুমে বিনোদন জগতে শোকের ছায়া। মাত্র ৩৫ বছরেই শেষ হয়ে গেল তরতাজা একটি প্রাণ। অকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ নীতিন চৌহান। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। বৃহস্পতিবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নীতিন। বছর ৩৫-এর তরুণ তুর্কির আচমকা মৃত্যুতে শোকাহত সতীর্থ থেকে ভক্তমহল। হিন্দি রিয়ালিটি শোয়ের সৌজন্যে নীতিন হিন্দি টেলিভিশনের দর্শকের কাছে ছিলেন খুবই জনপ্রিয়। তাঁর মৃত্যুর খবরে সিলমোহার দিয়েছেন কো-স্টার সুদীপ শাহির ও ভিভূতি ঠাকুর। সমাজমাধ্যমের পেজে ভিভূতি তাঁর সতীর্থের অকাল মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করেছেন। তাঁর হৃদয়বিদারক পোস্ট দেখে চোখে জল নীতিনের অনুরাগীদের।
জনপ্রিয় টেলি তারকা নীতিন চৌহানের অকাল মৃত্যু
