২০৩৬ সালে কি ভারতে আয়োজিত হবে অলিম্পিক্স? আয়োজনের ইচ্ছাপ্রকাশ করে চিঠি IOA-র

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বহুদিনের লক্ষ্যে এবার পড়ল সরকারি সিলমোহর। এবার লিখিতভাবে ২০৩৬ সালের অলিম্পিক্স এবং প‌্যারালিম্পিক্স আয়োজনের দাবি জানাল ভারতীয় অলিম্পিক্স সংস্থা। এই লক্ষ্যপূরণ হলে বিশ্বক্রীড়ার মানচিত্রে অন্যতম শক্তিশালী দেশ হিসেবে উঠে আসবে ভারত, তা নিয়ে নিশ্চিত বিশেষজ্ঞরা। বহুদিন ধরেই বিষয়টি নিয়ে আলোচনা চলছি। এবার সেই আলোচনাই রূপ পেল বাস্তবের। ভারতে অলিম্পিক্সের আয়োজন নিয়ে অত্যন্ত উৎসাহপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু আগ্রহপ্রকাশই নয়। তিনি চলতি বছরের অলিম্পিক্সের আগে ক্রীড়াবিদদের বলেছিলেন, অলিম্পিক্স আয়োজনের খুঁটিনাটি দেখে আসতে। যাতে ভারত অলিম্পিক্স আয়োজন করতে পারে। পিটিআই সূত্রে জানা গিয়েছে, গত ১ অক্টোবর আইওএ লিখিত ভাবে অলিম্পিক্স আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছে। গত বছর প্রধানমন্ত্রী প্রথম বার ভারতের অলিম্পিক্স আয়োজনের কথা বলার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি।

ভারত ছাড়াও ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করার দৌড়ে রয়েছে সৌদি আরব, কাতার, মেক্সিকো, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, মিশর, দক্ষিণ কোরিয়া এবং তুরস্ক।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ফিউচার হোস্ট কমিটিকে চিঠি পাঠিয়েছে ভারত। এই সুযোগ যদি কাজে লাগানো গেলে তা দেশের অর্থনৈতিক উন্নতির সহায়ক হবে অনেকটাই। এমনটাই মনে করছে ওয়াকিবহালমহল। যদি অলিম্পিক আয়োজন করার সুযোগ মেলে, গোটা দেশই এক চোখে পড়ার মতো পরিবর্তনের সাক্ষী হতে পারে বলেও মনে করছেন অনেকে।

২০২৮ সালের অলিম্পিক্স হবে আমেরিকার লস অ্যাঞ্জেলসে। ২০৩২ সালের অলিম্পিক্স আয়োজনের অধিকার পেয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন।

এদিন আনুষ্ঠানিক দাবি প্রকাশের খবর এলেও পরিকল্পনা বহুদিন ধরেই চলছিল। ২০৩০ সালে যুব অলিম্পিক হতে চলেছে। যা আয়োজন করতে উঠেপড়ে লেগেছে ভারত। মুম্বই শহরকে সামনে রেখে এগোতে চাইছে আইওএ। তার সাফল্যের উপর নির্ভর করবে ভারতের মাটিতে ২০৩৬ অলিম্পিকের ভবিষ্যৎ। তবে অলিম্পিক আয়োজনে ভারত ছাড়াও বিশ্বের ১০টিরও বেশি দেশ ইতিমধ্যেই দাবি জানিয়েছে বলে খবর। প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও IOA-এর প্রধান পিটি ঊষাও ভারতের মাটিতে অলিম্পিক আয়োজনের স্বপ্নের কথা বলেছেন। অলিম্পিক পদকজয়ী তারকা নীরজ চোপড়া মন্তব্য করেছেন, “ভারতে ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজিত হলে তা দেশের খেলাধুলোর জন্য খুব ভাল হবে।”

প্রধানমন্ত্রী একাধিকবার ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনের কথা বলেছেন। প্যারিস ফেরত ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে প্রজাতন্ত্র দিবসের দিন আলোচনায় বসেছিলেন মোদি। দেশের মাটিতে অলিম্পিক্স আয়োজনের জন্য তাঁদের কাছে থেকে পরামর্শও চেয়েছিলেন।

error: Content is protected !!