ওয়াকফ নিয়ে জেপিসি মিটিং বয়কটের ডাক বিরোধীদের, কারণ ব্যাখ্যা করলেন কল্যাণ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ওয়াকফ নিয়ে আগামী ৯ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের জেপিসি (জয়েন্ট পার্লামেন্টারি কমিটি) মিটিং বয়কটের ডাক দিল বিরোধীরা। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এ ব্যাপারে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণের অভিযোগ, “জেপিসি কমিটির চেয়ারম্যান দেশের স্বার্থে কাজ করছেন না। নিজেদের এজেন্ডা মেনে অগণতান্ত্রিকভাবে কাজ করছেন। বিরোধীদের কোনও কথা শোনা হচ্ছে না। বাধ্য হয়েই এই বয়কটের ডাক।”

যৌথ সংসদীয় এই কমিটি এবং চেয়ারম্যান জগদম্বিকা পালের ভূমিকা নিয়ে এদিন একাধিক প্রশ্ন তুলেছেন কল্যাণ। তিনি বলেন, “সপ্তাহে ২ দিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জেপিসির মিটিং ডাকা হচ্ছে। অথচ সেখানে ঘণ্টার পর ঘণ্টা বিরোধীদের বসিয়ে রেখেও কোনও কথা বলতে দেওয়া হচ্ছে না।” এ ব্যাপারে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

৯ নভেম্বর থেকে আগামী ৬দিনের জন্য গুয়াহাটি, ভুবনেশ্বর, কলকাতা, পাটনা এবং লখনউ- পাঁচ রাজ্যে ওয়াকাফের উপর জেপিসির বৈঠক ডেকেছেন চেয়ারম্যান। এনিয়ে কল্যাণ বলেন, ১৩ নভেম্বর রাজ্যে উপ নির্বাচন।একথা জানানোর পরও জেপিসির বৈঠক পিছানো হয়নি। বাধ্য হয়েই সভা বৈঠকের সিদ্ধান্ত।”

কল্যাণ এও বলেন, এই যৌথ সংসদীয় কমিটির বৈঠকের পরিকল্পনাতেই গলদ রয়েছে। এ প্রসঙ্গে গতবারের জেপিসির মিটিংয়ের প্রসঙ্গ টেনে কল্যাণ বলেন, “এর আগে মিটিংয়ের নামে আমেদাবাদ থেকে ব্যাঙ্গালুরু, পাঁচদিনে এ প্রান্ত থেকে অন্য প্রান্ত দৌড়ানো হয়েছিল। কাজের কাজ কিছুই হয়নি। এ নিয়ে স্পিকার আমাদের সঙ্গে সহমতও হয়েছিলেন। তবু আবার সেই একই ধারায় বৈঠক ডাকা হয়েছে।”

সম্প্রতি জেপিসির মিটিংয়ে গোলমালে জড়িয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গোলমালের মধ্যে কাচের বোতল ভেঙে সেই কাচের টুকরোয় কল্যাণ জখমও হয়েছিলেন। ঘটনায় একদিনের জন্য কল্যাণকে সাসপেন্ডও করেছিলেন জেপিসি কমিটির চেয়ারম্যান। সেই থেকে চেয়ারম্যান জগদম্বিকা পালের সঙ্গে বিরোধ চলছে। এবার বিরোধীদের তরফে জেপিসির আগামী ওয়াকফ বৈঠক বয়কটের ডাক দিলেন কল্যাণ। তাঁর সঙ্গে তৃণমূলের পাশাপাশি বিরোধী শরিক দলগুলির একাধিক সাংসদও (যারা জেপিসি কমিটিতে রয়েছে) আছেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *