📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দিপাবলিতে এবার দূষণ হলেও কিছু জায়গায় আশার আলো দেখা দিয়েছে। মানে দূষণ যে একেবারে হয়নি সেটা নয়। সাধারণত বাতাসের গুণগত মানের সূচক ২০১ থেকে ৩০০র মধ্যে থাকলে তা খারাপ হিসাবে ধরে নেওয়া হয়। সেক্ষেত্রে শনিবার সকাল ৯টায় বিধাননগর চত্বরে বাতাসের সূচকের পরিমাণ ছিল ২১৯। বালিগঞ্জে ছিল ২৮৮। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে ছিল ২১১। সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই এই সূচক খারাপের মাত্রাকে স্পর্শ করেছে। ফোর্ট উইলিয়াম, রবীন্দ্র সরোবর, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে বাতাসের গুণগত মানের সূচক ছিল ২০০র নীচে। তবে শুক্রবার রাত ১০টায় রবীন্দ্র ভারতীর কাছে বাতাসের গুণগত মানের সূচক ছিল ৩৩৩। অর্থাৎ এই সূচকের মান অনুসারে সেই এলাকায় বাতাসের মান একেবারে খুব খারাপ। তবে ওই সময় বালিগঞ্জে বাতাসের মান ছিল ২০০র নীচে। এবার বাজিও ফাটানো হয়েছে দেদারে। কার্যত বাজির শব্দে বহু জায়গায় কান পাতা দায় হয়ে উঠেছিল। কেন এনিয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হল না তা নিয়ে প্রশ্ন উঠছে। বাজি ফাটানো নিয়ে বাস্তবে আরও কড়াকড়ি করলে পরিস্থিতি এই জায়গায় যেত না।
কমল দূষণ! এবার স্বস্তির দীপাবলি কলকাতায়
