📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফের সরকারি হাসপাতালে রেফার-রোগের জেরে রোগী-হয়রানি। ২৪ ঘণ্টারও বেশি SSKM হাসপাতাল চত্বরে স্ট্রেচারে শুয়ে রয়েছেন রোগী। ইমার্জেন্সি বিভাগের সামনে প্রতীক্ষালয়ের বাইরে অপেক্ষায় রয়েছেন তাঁর আত্মীয়রা। আসানসোলের কুলটির বাসিন্দা রোগী সপ্তাহ দুয়েক আগে কর্মসূত্রে ঝাড়খণ্ডে আসবাবের কাজ করতে গিয়ে পড়ে যান। তাঁর শিরদাঁড়ায় আঘাত লাগে। পা অসাড় হয়ে যায় বলে রোগীর পরিবারের দাবি। অভিযোগ, প্রথমে আসানসোল জেলা হাসপাতাল, এরপর বর্ধমান মেডিক্যাল কলেজে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েও পরিকাঠামো না থাকার কথা বলে SSKM-এ রেফার করা হয়। পরিবারের অভিযোগ, SSKM হাসপাতালও বেড নেই বলে জানায়। এই ঘটনায় রেফারেল সিস্টেম নিয়ে সরব হয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি, সেন্ট্রাল রেফারেল সিস্টেমে যে গলদ রয়েছে, এই ঘটনা তারই প্রমাণ, এর জেরেই রোগী-হয়রানি। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ফের সরকারি হাসপাতালে রেফার-রোগের জেরে রোগী-হয়রানি
