📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উৎসবের মরশুমে বাজারে আলুর চড়া দাম। ভাইফোঁটার দিনই অভিযানে নামল রাজ্য সরকারের টাস্ক ফোর্স। আলুর দাম জানতে নবান্নের নির্দেশে বাজারে বাজারে অভিযান, জানালেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। ক্রেতাদের দাবি, টাস্ক ফোর্স সঙ্গে নিয়ে বাজার করলে দাম কমে, না হলে সবকিছুরই আগুন দাম। আলুর দাম চড়া। টাস্ক ফোর্সের প্রস্তাব, প্রত্যেক থানার OC ও পুলিশ কর্মীরা বাজারে বাজারে নজরদারি চালালে আলুর দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
উৎসবের মরশুমে বাজারে আলুর চড়া দাম, অভিযানে নামল রাজ্য সরকারের টাস্ক ফোর্স
