📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কৌতুক অভিনেতা কপিল শর্মার বিরুদ্ধে রবীন্দ্র নাথের গান বিকৃত করার যে অভিযোগ উঠেছে তাতে ইতিমধ্যেই কপিল শর্মার কমেডি শো দেখা সহ কপিলকে বাংলায় বয়কটের ডাক দিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় । কবি শ্রীজাতও আইনের দ্বারস্থ হবেন বলে জানা যাচ্ছে। এবার সেই তালিকায় জুড়লো জিতেন্দ্র তিওয়ারির নাম। বাংলা পক্ষ বার বার জিতেন্দ্র তিওয়ারিকে ‘বহিরাগত’, ‘গুটকা খোর’ হিন্দিবাসীদের প্রশ্রয়কারী নেতা বলে চিহ্নিত করলেও এবারে মতের মিল হল। বাঙালিদের ভাবাবেগে যে আঘাত করার অভিযোগ উঠেছে কপিলের বিরুদ্ধে তাতে গর্জে উঠেছে বাংলা পক্ষ সহ বহু বাঙালি বিদ্বজনেরা, সেই সঙ্গে কালচারাল অ্যান্ড লিটারেসি ফোরাম অফ বেঙ্গলও। এই সংগঠনের সভাপতি হলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।
জিতেন্দ্র তেওয়ারি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, “কপিল শর্মা শো-তে কবিগুরু-র ‘একলা চলো রে’ গানটিকে চূড়ান্ত ভাবে বিকৃত করা এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অপমানজনক কুৎসিত মজা করার যে ঘটনা ঘটেছে । কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি । আগামী সাতদিনের মধ্যে যদি এই ঘটনার নিঃশর্ত ক্ষমা না-চাওয়া হয়, তাহলে আমরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হব ।”
‘একলা চলো রে’ নিয়ে কৌতুক! বিপাকে কপিল শর্মা, আদালতে যাওয়ার হুঁশিয়ারি জিতেন্দ্র তিওয়ারির

