📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিক। ফেব্রুয়ারি মাসে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ডিভোর্সের পর আইনি ভাবে শ্রীময়ীকে বিয়ে করেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন। তার পর থেকেই শুরু বিস্তর আলোচনার। শোনা যাচ্ছে, আবারও বাবা হচ্ছেন কাঞ্চন! সম্প্রতি ধুমধাম করে বাড়িতে কালীপুজোও করেছেন নবদম্পতি। মাঝে দীর্ঘদিন কাঞ্চনের বাড়ির কালীপুজো বন্ধ ছিল। গত তিন বছর ধরে শ্রীময়ীর উদ্যোগেই আবার পুজো হচ্ছে। পুজোর দিন সেজেগুজে ছবি পোস্ট করেছিলেন তাঁরা। যেখানে শ্রীময়ীর পরনে ছিল সবুজ পাড়, বেগুনি রঙের সিল্ক শাড়ি। আর কাঞ্চন পরেছিলেন লাল রঙের পাঞ্জাবী। তাঁদের ছবি দেখে আবারও শুরু হয় সমালোচনা। অনেকেরই ছবি দেখে ধারণা হয় শ্রীময়ী বুঝি সন্তানসম্ভবা। দ্বিতীয়বার বাবা হচ্ছেন কাঞ্চন। সত্যিই কি তাই? এক সংবাদ মাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, “আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনও উত্তরই দেব না। অত্যন্ত বিরক্তি হয়েছি আমি। এগুলো কী শুরু হয়েছে! জঘন্য ব্যাপার।” পুরোটাই যে রটনা, সেটা অভিনেতার কথাতেই পরিষ্কার।