গড়ফায় লিভ ইন পার্টনারের ফ্ল্যাট থেকে মিলল দেহ


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  কলকাতায় ফের রহস্যমৃত্যু। লিভ ইন পার্টনারের ফ্ল্যাট থেকে মিলল দেহ। অর্ধনগ্ন অবস্থায় দেহ উদ্ধার করেছে পুলিশ, দাবি প্রত্যক্ষদর্শীদের। মহিলা ও তাঁর সঙ্গী প্রতিদিনই বিপুল পরিমাণে মদ্যপান করতেন, দাবি সঙ্গীর মায়ের গতকাল ফ্ল্যাটের ভিতরে উপুড় হয়ে পড়ে থাকতে যায় মহিলাকে, দাবি সঙ্গীর মায়ের। থানায় খবর দেওয়া হয়, পুলিশ এসে দেহ উদ্ধার করেছে

error: Content is protected !!