এক ধাক্কায় ৬২ টাকা বাড়ল সিলিন্ডারের দাম! কাদের ওপর সবচেয়ে বেশি প্রভাব

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নতুন মাসের প্রথম দিনই এল খারাপ খবর। এক ধাক্কায় ৬২ টাকা বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের দাম! ১ নভেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর হবে। যদিও এই দাম বৃদ্ধির ফলে সাধারণ মধ্যবিত্তর ওপর প্রত্যক্ষ প্রভাব পড়বে না। কারণ ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে।

গৃহস্থের বাড়িতে ১৪ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়। আর ১৯ কেজি সিলিন্ডার ব্যবহৃত হয় মূলত হোটেল-রেস্তোরাঁয়। সেক্ষেত্রে বলা যায়, সাধারণ মানুষের ওপর সরাসরি এই দাম বৃদ্ধির প্রভাব নেই। তবে হোটেল-রেস্তোরাঁয় খাবারের দাম বাড়ার সম্ভাবনা আগামী দিনে প্রবল। কারণ পরপর টানা ৪ মাস এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল।

বর্তমানে ৮২৯ টাকাতে পাওয়া যাচ্ছে ১৪ কেজির সিলিন্ডার। সেই দাম অপরিবর্তিত থাকছে। তবে এবার থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১ হাজার ৯১১ টাকা ৫০ পয়সা। আগের থেকে ৬১ টাকা দাম বাড়ানো হয়েছে তার। ওয়েল মার্কেটিং সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিন আন্তর্জাতিক বাজারে অপরিশেধিত পেট্রোলিয়ামের দাম পর্যালোচনা করে সিলিন্ডারের দামে বদল আনে। এবারও তাই হয়েছে।