📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দুয়ারে সরকারের আদলে শুক্রবার ১ নভেম্বর থেকে দুয়ারে রাজ্যপাল-সহ একগুচ্ছ কর্মসূচি শুরু করতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
কালীপুজোর রাতে এক বিবৃতিতে রাজভবনের তরফে এ খবর জানানো হয়েছে। গত ২০২২ সালের নভেম্বরে বাংলার রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করেছিলেন বোস। গত ২৩ নভেম্বর তাঁর মেয়াদের দু’বছর পূর্তি হয়েছে। এই উপলক্ষ্যে একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন তিনি।
এক মাস ব্যাপী ধরে চলবে রাজ্যপালের নয়া কর্মসূচি। এর পোশাকি নাম রাখা হয়েছে, ‘আপনা ভারত – জাগতা বেঙ্গল’।
রাজভবনের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, দৈনন্দিন জীবনে মানুষকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সেগুলিকে মোকাবিলা করা এবং তরুণদের পথ দেখানো, যার মাধ্যমে বাংলার বিকাশের লক্ষ্যেই এই নয়া উদ্যোগ। এই নয়া কর্মসূচি থেকে মানবপাচার বিরোধী, মাদকের অপব্যবহার বিরোধী, নারীর ক্ষমতায়ন, শিশুদের নিরাপত্তা ও নিরাপত্তা, যুবদের অংশগ্রহণ, সাংস্কৃতিক ও শিক্ষামূলক উদ্যোগের উপর জোর দেবেন বোস।
রাজ্যপালের এই নয়া উদ্যোগে মোট ৯টি বিষয়ের সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। এক. রাজ্যজুড়ে মোট ২৫০টি জায়গা পরিদর্শন করবেন রাজপাল। ২. দুয়ারে রাজ্যপাল বা রাজ্যপাল আপনার দরজায়। রাজ্যের বিভিন্ন পিছিয়ে পড়া এলাকায়, বিশেষ করে যারা দুর্দশাগ্রস্ত, নিঃস্ব এবং দুর্বল তাদের সহযোগিতার জন্য যাবেন। ৩. ক্যাম্পাসে গভর্নর: বিভিন্ন কলেজ এবং স্কুল ক্যাম্পাস পরিদর্শন করবেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করবেন। ৪. জান কি বাত: যে কেউ চাইলে রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করতে পারেন, রাজ্যপাল তাঁর কথা শুনবেন।
এছাড়াও গভর্নরের গোল্ডেন গ্রুপ, গভর্নরের স্কলারশিপ স্কিম, গভর্নর’স অ্যাওয়ার্ড স্কিম চালু করতে চলেছেন রাজ্যপাল বোস। অভয়া প্লাস নামে মেয়েদের জন্য আত্মরক্ষামূলক কোর্সও চালু করতে চলেছেন বোস।

