📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শীতের আগেই দারুন খবর শোনালো ভারতীয় রেল। শীতকাল হল বেড়াতে যাওয়ার মরশুমে। যা শ্রী বৃদ্ধি ঘটায় পর্যটনের। এবার বন্দে ভারতে একটানা বসে যাত্রা করার দিন শেষ হতে চলেছে। নভেম্বর থেকে যাত্রা করতে পারবেন শুয়েও। আসছে বন্দে ভারত এক্সপ্রেস প্রিমিয়ার স্লিপার সিট ট্রেন। যাত্রীদের সুবিধার্থে বন্দে ভারতের নতুন সংযোজনে থাকছে এসি ১, এসি ২, এসি ৩ ক্লাস। আইসিএফ দ্বারা উন্মোচিত হয়েছে কোচ গুলি। এছাড়াও থাকছে নানান সুযোগ সুবিধা। এই খাতে রেলের মোট খরচ আনুমানিক ১২০ কোটি টাকা। স্লিপার সিটের বন্দে ভারত ঘন্টার ১৬০ কিমি বেগে ছুটবে বলে রেল সূত্রে খবর। গতিবেগ বেশি থাকলেও যাত্রীদের কোনো ঝাঁকুনি হবে না বলেই জানা যাচ্ছে।