দীপাবলির আগে শুরু হল ‘Diwali with My Bharat’ কর্মসূচি , সামিল চারুচন্দ্র কলেজের এন.এস.এস বিভাগের ছাত্রছাত্রীরা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: চারিদিকে চলছে আলোক সজ্জা। আলোর উৎসব দীপাবলি কে কেন্দ্র করে সাজো সাজো রব দেশ জুড়ে। উৎসবের আলো দেশের প্রতি কোনায় পৌঁছে দেওয়ার পাশাপাশি আমাদের চারিপাশটাকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন সচেতনতার। আর সেই সচেতনতার কাজে ব্রতী ভারত সরকারের অন্তর্ভুক্ত NSS প্রকল্পের স্বেচ্ছাসেবকরা। সেই মতোই উৎসবের দিনগুলিকে আরো ঝকঝকে করে তুলতে তারা পালন করে চলেছে নিজেদের দায়িত্ব ও কর্তব্য।

সদ্যই ভারত সরকারের ‘My Bharat’ পোর্টালের বর্ষপূর্তিতে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের উদ্যোগে ‘Diwali with My Bharat’ কর্মসূচি পালিত হচ্ছে দেশজুড়ে।বিভিন্ন জেলার কলেজের পাশাপাশি কলকাতাস্থিত চারুচন্দ্র কলেজের NSS স্বেচ্ছাসেবকরাও অংশ নিল ‘Diwali with My Bharat’ কর্মসূচিতে। ২৮ অক্টোবর কর্মসূচির প্রথম দিন গড়িয়াহাট মোড়ে সাউথ ইস্ট ট্রাফিক গার্ডকে ট্রাফিক ম্যানেজমেন্টে সহায়তা করেন। ২৯ অক্টোবর কর্মসূচির দ্বিতীয় দিনে চারুচন্দ্র কলেজের NSS ইউনিট পৌঁছে লেক মার্কেটে। তৃতীয় দিন অর্থাৎ ৩০ অক্টোবর কর্মসূচি রয়েছে হাসপাতালে। সেখানে ম্যানেজমেন্টের কাজ করে রোগী ও তার পরিজনদের পাশে থাকাই লক্ষ্য। আমাদের চারিপাশ টা সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন সচেতনতার। সেই সচেতনতার বার্তাই দেশের কোনায় কোনায় পৌঁছে দিতে ‘দূত’ হিসেবে কাজ করছে জাতীয় সেবা প্রকল্পের ছাত্র ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *