📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভারতের অ্যানিমেশন জগৎকে গ্লোবাল পাওয়ার হাউস বানানোর ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে অ্যানিমেশন শিল্পে বিপ্লব আনতে আহ্বান করেছেন তিনি। এ প্রসঙ্গেই মোদীর মুখে শোনা গিয়েছে ‘ছোটা ভীম’, ‘মোটু-পাতলু’-র মতো জনপ্রিয় কার্টুনের কথা। ভারতীয় অ্যানিমেশন চরিত্ররা বিশ্বের বিভিন্ন প্রান্তেই জনপ্রিয় বলে জানিয়েছেন তিনি।
কার্টুনের বিষয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘ছোটা ভীমের সম্প্রচার যখন টিভি-তে শুরু হয়, সেই সময়ের কথা নিশ্চয়ই অনেকের মনে আছে। বাচ্চাদের মধ্যে তখন চরম উন্মাদনা ছিল। এখন শুধু দেশের খুদেরা নয়, অন্যান্য দেশেও আগ্রহ তৈরি হয়েছে এই কার্টুন। একই ভাবে কৃষ্ণ, হনুমান, মোটু-পাতলু-র প্রচুর ভক্ত রয়েছে গোটা বিশ্বে।’কার্টুনের পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটি অ্যানিমেশনের দুনিয়ায় প্রচুর বদল এনেছে বলে মত মোদীর। এর পাশাপাশি ভারতীয় গেমিং ক্ষেত্রের জনপ্রিয়তাও বিশ্বে বাড়ছে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে মোদী বলেছেন, ‘আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, স্মার্টফোন থেকে সিনেমার স্ক্রিন, গেমিং থেকে ভার্চুয়াল রিয়েলিটি, অ্যানিমেশন এখন সর্বব্যাপী। অ্যানিমেশনের বিশ্বে আমাদের ভারত নতুন বিপ্লব আনতে পারে।’
প্রধানমন্ত্রীর মুখে ছোটা ভিম, মটু পাতলুদের নাম
