📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, যদি এর পরিধি বেড়ে যেত, তাহলে অন্য জায়গাতে প্রভাব পড়বে। তবে এইক্ষেত্রে এটা অনেক কমপ্যাক্ট হয়ে গিয়েছিল। তবে কেন কমপ্যাক্ট হল ? এগুলি ম্যাটার অব ইনভেস্টিগেশন। আমাদেরকে ওগুলি পড়াশোনা করতে হবে, দেখতে হবে। অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর হল সাইক্লোন সিজন। এটা কিন্তু আজ থেকে নয়, চিরকালই আছে। তার জন্য শীত আসা-যাওয়ার বিঘ্ন ঘটবে না। শীত আসতে এমনিতেই অনেক সময় বিঘ্ন ঘটে, গতবছরও বিঘ্ন। কিন্তু এটা তো সাইক্লোন সিজন। এই তো জাস্ট একটাই সাইক্লোন হল।
‘দানা’-র প্রভাব কি পড়বে শীত আসার ওপর? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
