📝শুভদীপ রায় চৌধুরী , Todays Story: ঘূর্ণিঝড় ‘দানা’র কারণে আগেই বহু ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। আর শিয়ালদহ থেকে একাধিক ট্রেন বাতিলের পর এবার হাওড়াতেও ট্রেন বাতিলের সিদ্ধান্ত পূর্ব রেলের। আগামী ২৫ অক্টোবর হাওড়া থেকে ২৫টি ট্রেন বাতিল থাকছে। ভোর ৪টে থেকে সকাল ১০টার মধ্যে থাকা ট্রেন বাতিল করা হয়েছে বলেই খবর। ব্যান্ডেল, বর্ধমান, শেওড়াফুলি, তারকেশ্বর থেকে হাওড়াগামী ট্রেন মিলিয়ে মোট ৬৮টি ট্রেন বাতিল করা হচ্ছে।
প্রসঙ্গত, আগামী ২৫ অক্টোবর ভোর ৪টে ও ৪.১৫ মিনিটের বর্ধমান লোকাল, ৪.২২ মিনিটের গোঘাট লোকাল, ৪.৪৭ মিনিটের ব্যান্ডেল লোকাল, ৪.৫৫ মিনিটের তারকেশ্বর লোকাল, ৫.১৪ মিনিটের ব্যান্ডেল লোকাল, ৫.৩২ মিনিটের সিঙ্গুর লোকাল, ৫.৪৫ মিনিটের মশাগ্রাম লোকাল, ৫.৫৫ মিনিটের তারকেশ্বর লোকাল, ৬.২৬ মিনিটের ব্যান্ডেল লোকাল ও ৭.০৫ মিনিটের ব্যান্ডেল লোকাল বাতিল থাকছে।
এর পাশাপাশি, হাওড়া থেকে ৭.৩০ মিনিটের শেওড়াফুলি লোকাল, ৭.৪০ মিনিটের বেলুড় মঠ লোকাল, ৭.৪৫ মিনিটের শ্রীরামপুর লোকাল, ৮.১২ মিনিটের শেওড়াফুলি লোকাল, ৮.২০ মিনিটের ব্যান্ডেল লোকাল, ৮.৩৫ মেমারি লোকাল, ৮.৪৯ মিনিটের চন্দনপুর লোকাল, ৮.৫০ মিনিটের শেওড়াফুলি লোকাল, ৯.১০ মিনিটের ব্যান্ডেল লোকাল, ৯.১৫ মিনিটের শেওড়াফুলি লোকাল, ৯.২০ মিনিটের শ্রীরামপুর লোকাল, ৯.৪০ মিনিটের শেওড়াফুলি লোকাল এবং ৯.৪০ মিনিটের বারুইপাড়া লোকাল বাতিল থাকছে। তবে এই ট্রেনগুলি ছাড়াও ব্যান্ডেল, বর্ধমান, শেওড়াফুলি, তারকেশ্বর থেকে হাওড়াগামী আরও ৪৩টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর।