বেঙ্গালুরুতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত বেড়ে ৫, উদ্ধার একাধিক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বেঙ্গালুরুতে লাগাতার বৃষ্টির ফলে মঙ্গলবার ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ বহুতল। ১৪ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে জানা যায়। শুরু হয় উদ্ধারকাজ। বাড়তে থাকে মৃতের সংখ্যা। বুধবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচ জনের। আহত আরও পাঁচ। এপর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বেঙ্গালুরুর হেন্নুর এলাকায় এই ঘটনা ঘটে। ওই বহুতলে তখন কাজ করছিলেন শ্রমিকরা। স্থানীয়রা জানায়, আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। তারপরই দেখা যায় ওই বহুতল ভেঙে পড়েছে। গোটা এলাকা ধুলোয় ঢেকে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলে।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন ১৪ জন। সকলেই শ্রমিক। দমকল উদ্ধারকাজ শুরু করলে তিনজনের দেহ উদ্ধার হয়। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

কীভাবে হল এই ঘটনা? স্থানীয়রা মনে করছেন, বৃষ্টির জন্য মাটি আলগা হয়ে গিয়ে এমন হতে পারে। একাংশের আবার দাবি, নিম্নমানের সামগ্রী দিয়ে বহুতল বানানোয় এই দুর্ঘটনা। আসল বিষয়টি কী তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

error: Content is protected !!