‘দানা’-র আশঙ্কা, পর্যটকশূন্য পুরী, মাইকিং সাগরদ্বীপে


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ঘূর্ণিঝড় ‘দানা’-র আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে বাংলা ও ওড়িশার উপকূলে। সৈকত শহর পুরী মঙ্গলবারের মধ্যেই দৃশ্যত পর্যটক-শূন্য করা দেওয়া হচ্ছে। ভিন রাজ্য থেকে ঘুরতে যাওয়া পর্যটক ও পুণ্যার্থীদের বুধবারের আগেই পুরী ছাড়ার জন্য বলে দিয়েছে ওড়িশা সরকার। তাঁদের নিজ নিজ রাজ্যে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। মাইকিং শুরু হয়েছে নামখানা, সাগরদ্বীপ, পাথরপ্রতিমা, বকখালি-সহ বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলে।