আন্দোলনরত চিকিৎসকদের ‘মাওবাদী’ বলে তোপ দেবাংশু ভট্টাচার্যের

📝শুভদীপ রায় চৌধুরী, Todays Story: এবার আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের ‘মাওবাদী’দের সঙ্গে তুলনা করলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। ধর্মঘটের ডাক দিয়ে মাওবাদীদের মতন তাঁরাও ‘মানুষ মারার রাজনীতি’ করছেন বলে দাবি করলেন দেবাংশু। অন্যদিকে, তৃণমূল নেতার বক্তব্যের কড়া সমালোচনা করেছে আন্দোলনরত চিকিৎসকরা।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলার পরেও অনশন চালিয়ে যাচ্ছেন ডাক্তাররা। এর পাশাপাশি, আগামী মঙ্গলবার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাকও দিয়েছেন তাঁরা। জুনিয়ার ডাক্তারদের ধর্মঘটের হুঁশিয়ারি প্রসঙ্গে দেবাংশু ভট্টাচার্য বলেন, ‘এই হুমকি দেওয়ার মানে কী? এই হুমকি দেওয়ার মানে হচ্ছে আমাদের আবদার মানা না হলে আমরা মানুষ মারা শুরু করব, কারণ চিকিৎসা বন্ধ রাখা মানে তো মানুষ মারা।’
শাসকদলের নেতার কথায়, জুনিয়ার ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের কোনও তফাৎ দেখি না। এরই পাল্টা ডাক্তারদের প্রতিনিধি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘সাধারণ মানুষ জানে, আজকে স্বাস্থ্য ব্যবস্থার কী অবস্থা! হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা প্রচুর। যতগুলি বেড থাকার কথা, সেটা নেই। সরকারি দলের প্রতিনিধি হয়ে তিনি যখন এই কথাগুলো বলছেন, তখন আকাশের দিকে তাকিয়ে থুতু ফেলছেন। আমরা আন্দোলন করছি, প্রাইভেট হাসপাতাল থেকে তো আমাদের এসে টাকা দিয়ে যাচ্ছে না। এরকম প্রমাণ থাকলে উনি দেখাক সেটা।’
উল্লেখ্য, সোমবারই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবে জুনিয়ার ডাক্তারদের প্রতিনিধি দল। বৈঠকের পরেই অনশন তোলা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। বিষয়টি নিয়েও দেবাংশু বলেন, ‘শুভ বুদ্ধির উদয় হোক হোক। জুনিয়র ডাক্তাররা অনশন ত্যাগ করে কাজে ফিরুক। তাঁদের পিছন থেকে যাঁরা কলকাঠি নাড়ছেন, তাঁদের চিনতে শিখুক।’

error: Content is protected !!