দেখতে দেখতে চার দশক পার করল কলকাতা মেট্রো, রবিবার হল তারই উদ্বোধনী অনুষ্ঠান

📝শুভদীপ রায় চৌধুরী, Todays Story: ১৯৮৪ সালে যাত্রা শুরু করে কলকাতা মেট্রোরেল। আর চলতি বছরে ৪০ বছর পার করছে মেট্রোর যাত্রা৷ শুরু হয়েছিল সাড়ে তিন কিলোমিটার থেকে আজ ৬০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মেট্রোর পথ৷ ভবিষ্যতে এ পথ আরও বিস্তৃত হবে, বলেই জানানো হয়েছে। কিন্তু, সেখানেও থাকছে জট। ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যের জটিলতা এখনও কাটল না।
প্রসঙ্গত, তিলোত্তমার বুকে রোজকার যাতায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম এই মেট্রো। আজ থেকে প্রায় চার দশক আগে পরিষেবা দেওয়া শুরু করে শহরবাসীকে। সময়ের সঙ্গে সঙ্গে একাধিক পরিবর্তন এলেও মেট্রো ছাড়া মহানগরীতে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে উঠেছে নিত্যযাত্রীদের। আগামী ২৪ অক্টোবর ৪০ বছর পূরণ করতে চলেছে  কলকাতা মেট্রো। দিনটিকে স্মরণীয় করে তুলতে এবং সঠিক উদযাপন করতে রবিবার একটি ওয়াকাথনের আয়োজন করা হয়।    
এদিন সকালে পার্কস্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই ওয়াকাথন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি, রেলওয়ে ওম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট পি শ্রীলতা, আরপিএফ আধিকারিক, ইস্টার্ন রেলওয়ের স্কাউটস অ্যান্ড গাইডস সহ অন্যান্য কর্মীরা। 
উল্লেখ্য, ওয়াকাথনের মূল আকর্ষণ ছিল রনপা এবং ঢাকের আওয়াজ। পুরনো নন এসি রেক ও কলকাতার ঐহিত্য তুলে ধরে দু’টি ট্যাবলোর ব্যবস্থা করা হয় এদিন। গোটা অনুষ্ঠানে এই দুই ট্যাবলোর উপস্থিতি মেট্রোর ইতিহাসকে আবারও ফিরিয়ে আনে।
দীর্ঘ এক ঘণ্টা ধরে চলে এই অনুষ্ঠান। শেষে এসপ্ল্যানেডে এসে শেষ হয়। সেখানে মেট্রোর কর্মীদের সঙ্গে সাধারণ মানুষও যোগ দেয়। একটি বসে আঁকো প্রতিযোগিতা হয়। তবে এখানেই শেষ নয়, এরপর প্রায় ৩০ জন অনাথ শিশুকে নিয়ে একটি জয় রাইড হয় হুগলি নদীর ধার ঘেঁষে।
বলাবাহুল্য, আজ থেকে প্রায় ৪০ বছর আগে ২৪ অক্টোবর দেশের মধ্যে কলকাতায় প্রথম মেট্রো রেলের চাকা গড়ায়, সৃষ্টি হয়েছিল এক নতুন ইতিহাস৷ এসপ্ল্যানেড থেকে ভবানীপুর অর্থাৎ আজকের নেতাজি ভবন মেট্রো স্টেশন অবধি শুরু হয় মেট্রোর পরিষেবা। আর দেখতে-দেখতে কলকাতা মেট্রো রেল ৪০ বছর পূরণ করার পথে। এ বিষয়ে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার জানিয়েছেন, “আগামী ২৪ অক্টোবর কলকাতা মেট্রো রেল চল্লিশ বছর পূরণ করছে। তাই আজ থেকে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কলকাতা মেট্রোর জন্মদিন পালন করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *