📝শুভদীপ রায় চৌধুরী, Todays Story: এবার উপনির্বাচনের জন্য ছয়টি আসনেই প্রার্থী ঘোষণা করর শাসকদল তৃণমূল কংগ্রেস। আগেই বিজেপির তরফ থেকে ছয়টি আসনে উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়। তার ২৪ঘণ্টা কাটতে না কাটতেই তৃণমূল কংগ্রেসও রবিবার সবক’টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে।
প্রসঙ্গত, দলের ঘোষণা মতন সিতাই আসনে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন সঙ্গীতা রায়। মাদারিহাটে তৃণমূলের প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। তালডাংরাতে ফাল্গুনী সিংহবাবুকে প্রার্থী করেছে তৃণমূল। মেদিনীপুরে তৃণমূল প্রার্থী হয়েছেন সুজয় হাজরা। হাজরায় রবিউল ইসলাম ও নৈহাটিতে তৃণমূল প্রার্থী করা হয়েছে সনৎ দে’কে।

প্রসঙ্গত, আরজি কর আবহে এই উপনির্বাচন তৃণমূলের জন্য কার্যত চ্যালেঞ্জ হতে চলেছে। যদিও কুণাল ঘোষের মতন নেতারা গত কয়েকদিন ধরেই বলে আসছেন, উপনির্বাচন হলে ছয়ের মধ্যে ছটি আসনেই জিতবে তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনের জন্য প্রার্থী বেছে নেওয়ার ক্ষেত্রে মূলত সাংগঠনিক মুখের উপরই বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে বলেই খবর। আর যাঁরা দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত, যাঁরা তুলনামূলক ভাবে পুরনো মুখ, তাঁদের উপরই ভরসা রেখেছে বাংলার শাসকদল। তাছাড়া, তালিকায় জায়গা করে নেওয়া প্রার্থীদের কেউ দীর্ঘদিন যুব সংগঠনের সঙ্গে যুক্ত, কেউ আবার সরাসরি তৃণমূল কংগ্রেসের কর্মী ৷
উল্লেখ্য, হাড়োয়া থেকে তৃণমূলের হয়ে প্রার্থী করা হয়েছে প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের মেজো ছেলে রবিউল ইসলামকে। তিনি জেলা পরিষদের সদস্য হয়েছিলেন। তবে ২০২৪ সালের শুরুতেই তিনি সেই পদ থেকে ইস্তফা দেন। এর পাশাপাশি, মেদিনীপুরের প্রার্থী সুজয় হাজরা হলেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি। তালডাংরার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু পেশায় শিক্ষক, পাশাপাশি তিনি দলের ব্লক সভাপতিও।