📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৯ অগস্ট ২০২৪ । একটা অন্ধকার দিন । যেদিন শহরের বুকে ঘটে গিয়েছিল নৃশংস একটা ঘটনা । সংবাদমাধ্যমে তখন একটাই শিরোনাম আর জি কর । ডিউরিরত এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হল শহর । রাস্তায় নামল কলকাতাবাসী…প্রতিবাদের আগুন ছড়াল শহর ছাড়িয়ে, রাজ্য ছাড়িয়ে দেশ-বিদেশে । ঘটনার আড়াই মাস পরেও ছবিটা বদলায়নি । শহরের বুকে একটা মেয়ের উপর নির্মম অত্যাচারের যন্ত্রণা ভোলেনি এ শহর, ভোলেনি এ দেশ । নির্যাতিতার জন্য বিচারের দাবিতে স্লোগান উঠছে বিভিন্ন প্রান্তে । সমাজের সব স্তরের মানুষ রাস্তায় নামছে, নিজের মতো করে প্রতিবাদে সামিল হয়েছেন । এবার আর জি করের ঘটনার প্রতিবাদে গান বাঁধলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল । কলকাতার কনসার্টে সেই গান গাইলেন শ্রেয়া । তাঁর কণ্ঠে জ্বলে উঠল প্রতিবাদের আগুন ।
১৯ অক্টোবর কলকাতায় শ্রেয়া ঘোষালের কনসার্ট ছিল । যদিও, এই কনসার্ট হওয়ার কথা ছিল ১৪ সেপ্টেম্বর । কিন্তু, আর জি করের ঘটনার প্রতিবাদে কনসার্ট পিছিয়ে দেন শ্রেয়া । শনিবার সন্ধেবেলায় সেই কনসার্টের আয়োজন করা হয় নেতাজি ইন্দোর স্টেডিয়ামে । শ্রেয়া ঘোষালের কনসার্ট বলে কথা, স্টেডিয়াম কানায় কানায় ভরে গিয়েছিল । মঞ্চে উঠলেন শ্রেয়া । তাঁর শ্রুতিমধুর কণ্ঠে মজল কলকাতা । সাধারণত, ‘মেরে ঢোলনা’ গেয়ে কলকাতা কনসার্টের অনুষ্ঠান শেষ করেন শ্রেয়া । কিন্তু, এবার সেই রীতি নিজেই বদলে ফেললেন । অনুষ্ঠান শেষ করলেন প্রতিবাদের গানে । তার আগে অনুরোধ করলেন, তাঁর পরের গানে যেন কেউ হাততালি না দেন ।
গান গাইতে শুরু করলেন শ্রেয়া । নারী নির্যাতনের বিরুদ্ধে তাঁর কণ্ঠে শোনা গেল, “যত ইচ্ছের ভাঙা ডানা, যত গল্প নজরবন্দি, যত সন্ধের যাওয়া মানা, যত রাত্রির অভিসন্ধি ।… এ যে শরীরের চিৎকার, জাগে ভাঙনের শব্দে, তাই ভাঙে পাড়, ভাসে ঘর, ভাঙে চেনা সূপ্তি । এ যে শরীরের চিৎকার, জাগে ভাঙনের শব্দে, তুমি বন্ধু আজ শুনবে…”। গানের প্রতিটা কথা, সুর যেন যন্ত্রণায় বিদ্ধ করল শ্রোতাদের । স্টেডিয়ামে বসে থাকা শ্রোতাদের গায়ে কাঁটা দিয়ে উঠল । কেঁদে ফেললেন অনেকে । আবার অনেকে বললেন, প্রতিবাদের নয়া নজির গড়লেন শ্রেয়া ঘোষাল ।
উল্লেখ্য, অগস্ট মাসেই সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে কলকাতার কনসার্ট পিছিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন শ্রেয়া ঘোষাল । একইসঙ্গে তিনি জানিয়েছিলেন, আর জি করের ঘটনা তাঁকে যন্ত্রণা দিয়েছে । গভীরভাবে তাঁকে প্রভাবিত করেছে । শ্রেয়া লিখেছিলেন, “কলকাতায় সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে, আমাকে তা গভীরভাবে প্রভাবিত করেছে। একজন মহিলা হিসাবে ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি । নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল, তা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে।”
তবে, তাঁর পোস্টে শুধু কলকাতা নয়, গোটা বিশ্বে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন । দেশ ও বিশ্বের মহিলাদের সুরক্ষার কথা বলেন । একইসঙ্গে নারী নিরাপত্তারও দাবি জানান । আর জি করের ঘটনার প্রতিবাদে শুধু শ্রেয়া নন, তার আগে গান বেঁধেছিলেন অরিজিৎ সিংও