📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বড়সড় বিস্ফোরণ দিল্লির রোহিনী এলাকার প্রশান্ত বিহারে। রবিবার সকালে বিকট শব্দ শোনা যায় এলাকায়। ধোঁয়ায় ঢেকে যায় চতুর্দিক। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, রোহিনীর CRPF পাবলিক স্কুলের সামনে এই বিস্ফোরণটি ঘটেছে।স্কুলের দেওয়ালের পিছন থেকেই বিকট শব্দটি শোনা গিয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল স্কুলের সামনে দাঁড়ানো একাধিক গাড়ির জানলার কাচ ভেঙে যায়। তবে রবিবার হওয়ায় স্কুল ছুটি ছিল। ফলে কোনওরকম হুড়োহুড়ি বা আতঙ্কের পরিবেশ তৈরি হয়নি।স্কুলের সামনে রয়েছে একাধিক দোকান। কোনও একটি দোকানে রাখা সিলিন্ডার ব্লাস্ট করেই এই ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত আসল কারণ প্রকাশ্যে আসেনি। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই।যদিও বিস্ফোরণের তীব্রতায় দোকানগুলির ক্ষতি হয়েছে। একাধিক দোকানের হোর্ডিং ভেঙে পড়ে গিয়েছে।ঘটনাস্থল খতিয়ে দেখতে এসে পৌঁছয় ফরেন্সিক টিম। দিল্লি পুলিশের স্পেশাল সেলও পৌঁছয় ঘটনাস্থলে।
CRPF স্কুলের সামনে বড়সড় বিস্ফোরণ, বিকট শব্দে কাঁপল দিল্লি
