ফের শিরোনামে রেশন দুর্নীতি, এবার বাদুড়িয়া


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অনলাইনে এন্ট্রি করিয়েও এলাকার গ্রাহকদের রেশন দিতে নানা বাহানা বানাচ্ছেন রেশন ডিলার। এরই প্রতিবাদে শনিবার সকালে বাদুড়িয়া থানার তেঘড়িয়া মোড় এলাকার ওই রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখান বাসিন্দারা। তাঁরা সংগ্রামপুর-তেঁতুলিয়া রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে।গ্রামবাসীর অভিযোগ, বাদুড়িয়া ব্লকের শায়েস্তানগর-২ গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া গ্রামে রেশন ডিলার গোবিন্দপ্রসাদ চক্রবর্তী বেশ কয়েক মাস ধরে সরকারি শিডিউল মেনে খাদ্য সরবরাহ করছেন না। মাসের প্রথম সপ্তাহের বরাদ্দ খাদ্যসামগ্রী চাল, আটা, চিনির জন্য অনলাইনে গ্রাহককে দিয়ে এন্ট্রি করিয়ে নেন। কিন্তু তাঁদের খাদ্যসামগ্রী দেওয়া হয় না।

error: Content is protected !!