📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই চার্জ গঠন করেছে সিবিআই। সেই চার্জশিটে আপাতত আছে শুধুমাত্র সঞ্জয় রায়ের নাম। তবে ঘটনায় অন্য আর কেউ যে জড়িত নয়, তা বলছে না সিবিআই। বরং সুপ্রিম কোর্টে তারা জানিয়েছে, ধর্ষণ ও খুনের ঘটনায় অন্য কারও জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এরই মাঝে এবার সিবিআইয়ের নজরে দুই জুনিয়র ডাক্তার। গত ৮ অগস্ট দুপুর থেকে ৯ অগস্ট মধ্যরাত পর্যন্ত আরজি করের চেস্ট মেডিসিন বিভাগেরই দুই জুনিয়র ডাক্তারের সঙ্গে ৩০ বারেরও বেশি ফোনে কথা বলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই আবহে সিবিআইয়ের নজরে পড়েছে সেই ফোনালাপ। এদিকে এই দুই জুনিয়র ডাক্তার এবং সন্দীপের মধ্যে নাকি কনফারেন্স কলও হয়েছিল।এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সিবিআইয়ের এক আধিকারিক নাকি আনন্দবাজারকে বলেছেন, ‘তরুণী চিকিৎসকের খুনের ঘটনা পূর্বপকল্পিত হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে তদন্তের দ্বিতীয় ধাপে। সন্দীপ এবং অভিজিৎ মণ্ডলের ফোনের ফরেন্সিক পরীক্ষার ফলাফল হাতে আসার পরে তদন্ত এগিয়েছে।’
৩০ বার ফোন ২ জুনিয়র ডাক্তারদের! সন্দীপ ঘোষের কথোপকথন সিবিআইয়ের আতস কাঁচের তলায়
