বাংলার উপনির্বাচনে দাবি ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের তোড়জোড় শুরু করে দিল নির্বাচন কমিশন। সেজন্য ইতিমধ্যে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে যাবে বলে কমিশন সূত্রে খবর।উপ-নির্বাচনে বিধানসভা নির্বাচনের মতো নিরাপত্তার আয়োজন করতে চলেছে কমিশন। ২৫ অক্টোবরের মধ্যে রাজ্যে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছবে বলে জানা গিয়েছে। এর মধ্যে ২৪ কোম্পানি CRPF, ৩০ কোম্পানি BSF, ১২ কোম্পানি CISF, ১০ কোম্পানি ITBP ও ১৩ কোম্পানি SSB মোতায়েন হবে।

error: Content is protected !!