📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এ বার যৌন হেনস্থার অভিযোগ দিল্লি AIIMS-এ। হাসপাতালের এক মহিলা নিরাপত্তা কর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে দিগ্বিজয় সিং নামে চিফ সিকিওরিটি অফিসারের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।কেবলমাত্র যৌন নির্যাতনই নয়, ওই মহিলা নিরাপত্তা কর্মীকে জাত তুলে অশালীন মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ। সূত্র মারফত জানা যাচ্ছে, নিজের ডিউটি রস্টার সম্পর্কে প্রশ্ন করেছিলেন অভিযোগকারিনী। তখনই তাঁর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ ওঠে চিফ সিকিওরিটি অফিসার দিগ্বিজয় সিংয়ের বিরুদ্ধে। তিনি সমস্ত ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।জানা যাচ্ছে, ইতিমধ্যেই ডিন অফ অ্যাকাডেমিক্সের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি রয়েছে দিল্লি AIIMS-এ। যা SC/ST/OBC কর্মীদের যাবতীয় সমস্যা খতিয়ে দেখে। সেই কমিটির পাশাপাশি বায়োফিজ়িক্স বিভাগের প্রধান পুনীত কুমারের তত্ত্বাবধানে যৌন নির্যাতন সংক্রান্ত বিষয়ের তদন্ত কমিটিও মহিলা নিরাপত্তারক্ষীর অভিযোগ খতিয়ে দেখবে। প্রাথমিক তদন্ত রিপোর্ট এবং সেই সংক্রান্ত তথ্যপ্রমাণ জমা করার জন্য দুই কমিটিকে সাত দিন সময় দিয়েছে AIIMS কর্তৃপক্ষ।
মহিলা নিরাপত্তা কর্মীকে যৌন নির্যাতন! কাঠগড়ায় দিল্লি এইমসের চিফ সিকিওরিটি অফিসার
