স্বাস্থ্যসচিবের নজরে অনশনরত চিকিৎসকদের স্বাস্থ্য, দিনে দু’বার রিপোর্ট পাঠানোর নির্দেশ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আরজি কর ইস্যুতে গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। অনশনে কর্মসূচি চলছে উত্তরবঙ্গ মেডিক্যালেও।

অনশন প্রত্যাহারের জন্য আগেই সরকারের তরফে একাধিকবার আন্দোলনকারীদের আর্জি জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। এবার অনশনরত পড়ুয়াদের স্বাস্থ্যের অবস্থার দিকে নজর রাখার জন্য মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের চিঠি দিলেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম।

চিঠিতে অনশনরতন পড়ুয়াদের স্বাস্থ্যের দিকে নজর রাখার পাশাপাশি দিনে অন্তত দু’বার তাঁদের শারীরিক অবস্থার রিপোর্ট স্বাস্থ্যভবনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে সংশিষ্ট মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষ এবং হাসপাতালের সুপারের উদ্দেশে বলা হয়েছে, অসুস্থ অনশনকারীদের শারীরিক অবস্থার দিকে নজর রাখতে হবে। এবং প্রতিদিন অন্তত দু’বার তাদের স্বাস্থ্য সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট স্বাস্থ্যভবনে পাঠাতে হবে।

error: Content is protected !!