📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সত্যজিৎ রায় থেকে শুরু করে তরুণ মজুমদার, মৃণাল সেন, কার সঙ্গে কাজ করেননি! বড় পর্দায় তো বটেই, টেলিভিশন, নাটক এবং দূরদর্শনে সংবাদপাঠ… খ্যাতির সঙ্গে কাজ করেছেন দেবরাজ রায়। বৃহস্পতিবার না ফেরার দেশে চলে গেলেন তিনি। বয়স হয়েছিল ৬৯ বছর। দীর্ঘ সময় ধরে কিডনির রোগে ভুগছিলেন দেবরাজ।
বাংলা বিনোদন জগতের অন্যতম খ্যাতনামা অভিনেতা ছিলেন দেবরাজ। সত্যজিৎ রায়ের ছবি প্রতিদ্বন্দ্বীর মাধ্যমে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন। তারপর মৃণাল সেনের ক্যালকাটা ৭১-এ অভিনয় করে কার্যত ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন দেবরাজ। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।
স্বনামধন্য একাধিক পরিচালক-অভিনেতাদের সঙ্গে দাপিয়ে কাজ করেছেন তিনি। তাঁর প্রয়াণে বাঙাল সিনে জগতের যে বড় ক্ষতি হল তা বলতে দ্বিধা নেই। দেবরাজের স্ত্রী অভিনেত্রী অনুরাধা রায়। পুজোর আনন্দ কাটতে না কাটতে তাঁর পরিবার এবং জীবনে নামল অন্ধকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিনেতার প্রয়াণে শোকবার্তা দিয়েছেন।