📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফের কলকাতা মেট্রোয় বিপত্তি। কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত। ভোগান্তিতে যাত্রীরা।মেট্রো সূত্রে খবর, কালীঘাট মেট্রো স্টেশনে সন্ধ্যা ৬.২০ মিনিট নাগাদ দক্ষিণেশ্বরগামী একটি মেট্রোর সামনে ঝাঁপ দেন এক যাত্রী। মেট্রো পরিষেবা বন্ধ করে দিতে হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চালানো হচ্ছে।